মহামারি কাকে বলে?

মহামারি কাকে বলে?

আয়েশা (রাঃ) বলেন আমি একবার রাসুলুল্লাহ  (ﷺ) কে মহামারী বিষয়ে জিজ্ঞাসা করি, উত্তরে তিনি বলেন – মহামারী হলো আযাব , যাদের উপর ইচ্ছে আল্লাহ আযাব পাঠান, পরিশেষে তা ঈমানদারদের জন্য রহমত বানিয়ে দেন এভাবে যে কোনো বান্দা যদি মহামারী আক্রান্ত এলাকায় থাকে এবং নিজো বাড়িতে ধৈর্য্য সহকারে, সাওয়াবের নিয়তে এ বিশ্বাস বুকে নিয়ে অবস্থান করে যে, আল্লাহতায়ালা তকদিরে যা চুড়ান্ত রেখেছেন, তার বাইরে কোনো কিছু তাকে আক্রান্ত করবে না, তাহলে তার জন্য রয়েছে একজন শহীদদের সমান সাওয়াব।
(মুসনাদে আহমদ -২৬১৮২)

ইয়া আল্লাহ আমাদের সকলকে এই কঠিন এবং ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করুন এবং আপনার দ্বীনের জন্য কবুল করুন আমিন।

Spread the love

Leave a Comment