ব্যভিচারকারী পুরুষ ও নারী বিবাহ করতে পারবে কি?

ব্যভিচারকারী পুরুষ ও নারী বিবাহ করতে পারবে কি?

প্রশ্ন: যেসব নারী-পুরুষ নিজো সম্মতিক্রমে ব্যভিচার করেছে তারা কি পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে

উত্তর: ইসলামের দৃষ্টিতে এগুলো মারাত্মক শাস্তিযোগ্য অপরাধ। যেহেতু দেশে ইসলামি আইন নেই সেক্ষেত্রে আমাদের উচিত আল্লাহর আযাবকে ভয় করা।

❇নিম্নোক্ত শর্তানুসারে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে:

★ তাদের উভয়কেই একনিষ্ঠ ভাবে তাওবা করতে হবে।

★ বিবাহ বন্ধনের পূর্বে সে মহিলা এক মাসিক অপেক্ষা করবে। গর্ভবতী কি না তা জানার জন্য। আর গর্ভবতী না হলে পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সমস্যা নেই।

★ যদি গর্ভবতী হয় তাহলে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ততোক্ষণ পর্যন্ত বৈধ হবে না, যতোক্ষণ পর্যন্ত না সে সন্তান প্রসব করেছে। অতএব সন্তান প্রসবের পর বিবাহ বৈধ।

রাসূল (সাঃ) বলেছেন:

لَا يَحِلُّ لِامْرِئٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ يَسْقِيَ مَاءَهُ زَرْعَ غَيْرِهِ.

কোনো পরকালে বিশ্বাসী মুমিন মানুষের জন্য বৈধ হবে না যে সে নিজের পানি অপরের ক্ষেতের ফসলকে পান করাবে। (অর্থাৎ গর্ভবতী স্ত্রীর সাথে সহবাস করবে) (বুলুগুল মারাম ১১১৬)

Spread the love

Leave a Comment