বিধবা মহিলার বিবাহ দেওয়া শরীয়তের হুকুমঃ

বিধবা মহিলার বিবাহ দেওয়া শরীয়তের হুকুমঃ

ইয়াতীম বাচ্চার দেখাশুনা বা এ ধরনের কোনো শরঈ উযর না থাকলে আত্মীয়-স্বজন বিধবা মহিলাদের বিবাহের ব্যাবস্থা করবে। কুরআনে কারীমে তাদেরকে বিবাহ দেওয়ার প্রতি উৎসাহিতো করা হয়েছে। ইরশাদ হচ্ছে, তোমাদের মধ্যে যারা বিধবা তাদেরকে বিবাহ করিয়ে দাও। (সূরা বাকারা-আয়াত-২৩৪/ ২৪০, সূরা নূর, আয়াত-৩২)

হযরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবিগণের মধ্যে হযরত আয়িশা (রাঃ) ছাড়া সবাই ছিলেন বিধবা। (সীরাতে খাতামুল আম্বিয়া-২৬, তাকমিলায়ে ফাতহুল মুলহিম-১/ ৯৭)

বিধবাদেরকে বিবাহ না দেওয়া বা তাদের বিবাহে না বসা হিন্দুয়ানী প্রথা। কেউ এ প্রথাকে পছন্দ করলে তার ঈমান থাকবে না। ইসলাম বিধবাবিবাহকে ব্যাপক করার ব্যাপারে অনেক তাকীদমূলক বাক্য ব্যাবহার করেছে। (মুসনাদে আহমদ-হাদীস নং-১৯৮০৭)

বিধবা বিবাহের মধ্যে বহুবিধ কল্যাণ রয়েছে এবং তা না করার মধ্যে অনেক ক্ষতির আশংকা রয়েছে। যেমন, তাদের বিবাহ না হলে যিনা ব্যাপক হয়ে এমন রোগ ছড়িয়ে পড়বে, যার নাম পূর্বের লোকেরাও শুনেনি।

নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।

Spread the love

Leave a Comment