ক্রেডিট কার্ড ব্যবহার করার বিধান কি?

ক্রেডিট কার্ড ব্যবহার করার বিধান কি?

প্রশ্নঃ আমার প্রশ্ন হলো, ক্রেডিট কার্ড ব্যবহার করার বিধান কী? ক্রেডিট কার্ড দিয়ে টাকা তোলা বা ক্রয় বিক্রয় করা যাবে কি?⁉

উত্তর: ক্রেডিট কার্ড বলতে সাধারণত আমরা বুঝি, নির্দিষ্ট সময়ের জন্য কিছু টাকা ঋণ পাওয়া,একাউন্টে টাকা জমা না রাখা অবস্থায় কোনো প্রতিষ্ঠান থেকে টাকা ব্যবহারের সুযোগ প্রদানের জন্য প্রদত্ব কার্ডের নাম ক্রেডিট কার্ড।

এটা মূলতো সুদের ভিত্তিতে ঋণ গ্রহণের জন্যই প্রদান করা হয়ে থাকে। যখন গ্রাহক এটি ব্যবহার করবেন, তখন পরবর্তীতে কিছু টাকা অতিরিক্তসহ পরিশোধ করতে হয়।

যদিও নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় যে, এ সময়ের মধ্যে পরিশোধ করলে সুদ দিতে হবে না। কিন্তু সে সময় পেড়িয়ে গেলে সুদ সংযুক্ত হয়ে থাকে।

ক্রেডিট কার্ড ব্যবহার করা জায়েজ নয়। যেহেতু এর মূল চুক্তিটাই থাকে সুদের উপর।

তবে যদি ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড হয় তবে ব্যবহার করা জায়েজ হবে । এছাড়া ক্রেডিট কার্ড গ্রহণ করার সময় যদি সুদ দেওয়ার এগ্রিমেন্ট না থাকে, তাহলে তা ব্যবহার করা জায়েজ হবে।

কার্ডগুলি সাধারণত সুদের ওপর এগ্রিমেন্ট হয়ে থাকে যদিও আপনি নির্ধারিত তারিখের আগে পরিশোধ করে দিচ্ছেন। সুদ দিচ্ছেন না। তারপরেও এটা নাজায়েজ হবে কারণ আপনি সুদের উপর এগ্রিমেন্ট করেছেন ।

এছাড়া অসংখ্য ওলামাদের মতামত মতামত পাওয়া যায়,যদি ক্রেডিট কার্ড ব্যবহার করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে আর নির্ধারিত সময়ের আগে সেই টাকা পরিশোধ করে দিতে পারে তাহলে সময় সাপেক্ষ তা জায়েজ হবে ।

যেখানে সুদে জড়িয়ে যাবার ভয় রয়েছে, সেখান থেকে নিজেকে দূরে রাখা উত্তম । তবে আপনার এলাকায় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড এর সুবিধা থাকলে অবশ্যই নিতে পারেন।

আশা করি ক্রেডিট কার্ড ব্যবহার করার বিধান সম্পর্কে বুঝতে পেরেছেন ।

الله اعلم

Spread the love

Leave a Comment