অনাবরোতো বায়ু নির্গতো হলে ওযুর বিধান কি ?

প্রশ্ন: অনাবরোতো বায়ু নির্গতো হলে ওযুর বিধান কি ?

জবাবঃ যে ব্যক্তির অনাবরোতো বায়ু বের হয় পিছনের রাস্তা দিয়ে বা রক্ত ঝরে বা প্রশ্রাব ঝরে, বা এ জাতীয় কোনো রোগে আক্রান্ত যার কারণে এতোটুকু সময় পাক থাকা সম্ভব নয়, যাতে সে সময়ের ফরজ নামাযটি আদায় করা যায়। শরীয়তের পরিভাষায় উক্ত ব্যক্তি মাজুর। এরকম মাজুর ব্যক্তির হুকুম হলো নামাযের সময় হয়ে গেলে অযু করবে আর সে অযু দিয়ে সামনের নামাযের সময় শুরু হওয়ার আগ পর্যন্ত নামায পড়তে পারবে। নামায ভাঙ্গবে না। কিন্তু পরের নামাযের সময় হয়ে গেলেই অযুটি ভেঙ্গে যাবে। আবার নতুন করে অযু করে নামায পড়তে হবে। এভাবে মাজুর ব্যক্তি নামায আদায় করবে।

১-হাশিয়াতুত তাহতাবী আলা মারাকিল ফালাহ-১৪৮-১৫১

২-ফাতওয়ায়ে শামী-১/৫০৪-৫০৫

Spread the love

Leave a Comment