আজানের সময় ১টি কাজ করুন সারা জীবন চোখ সুন্দর থাকবে

আজানের সময় ১টি কাজ করুন সারা জীবন চোখ সুন্দর থাকবে

মাকাসিদুল হাসানা সহ একাধিক গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে যে, হযরত আবূ বকর সিদ্দীক (রাঃ) মুআজ্জিনের মুখ থেকে “আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ” শুনে হুবহু তা বললেন। তারপর শাহাদত আঙ্গুলে চুমু খেলেন এবং উভয় চোখে মাসাহ করলেন। এ কর্ম দেখে রাসূল সাঃ বললেন, যে ব্যক্তি আমার বন্ধুর অনূরূপ কাজ করবে তার জন্য সুপারিশ করা আমার উপর অপরিহার্য।

অন্য বর্ণনায় পাওয়া যায় ”আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ” শুনার পর-

مرحبا بحبيبي وقرة عيني محمد بن عبد اللَّه صلى الله عليه وسلم

“মারহাবান বিহাবীবী ওয়া কুররাতু আইনী মুহাম্মাদিবনি আব্দিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”

বলে তারপর তার উভয় বৃদ্ধাঙ্গুলিকে চুমু খাবে, এবং তা দ্বারা চোখে মাসাহ করবে,সে ব্যক্তির চোখ কখনো পীড়িত হবে না। (চোখে কখনো অসুখ হবে না আরেকটি বর্ণনায় পাওয়া যায় চোখ কখনো বন্ধ হবে না)

রেফারেন্স

  • মাকাসিদুল হাসানাহ-৪৪০-৪৪১, বর্ণনা নং-১০১৯
  • আল্লামা আযলূনী : কাশফুল খাফা : ২/২৭০ : হাদিস : ২২৯৬
  • আল্লামা মোল্লা আলী ক্বারী : মওদ্বুআতুল কবীর : ১০৮ পৃ
  • তাফসীরে রুহুল বয়ান : ৭/২২৯ : সূরা মায়েদা আয়াত : ৫৭ নং এর ব্যাখ্যা ।

হাদীসটি মানগত দিক দিয়ে সহি নয় তবে জালও নয় । কেউ বলেছেন হাদীসটি হাসান আবার কেউ বলেছেন জয়ীফ ।

যেহেতু এর বিপক্ষে কোন শক্তিশালী হাদিস নেই তাই এ হাদীসের উপর আমল করা যাবে । তাছাড়া অসুলে হাদিসের নিয়ম অনুযায়ী এবং মুহাদ্দিসীনদের মত অনুযায়ী জয়ীফ হাদিস ফাজায়েলে আমল এর জন্য আমল করা যাবে । কোন সমস্যা নেই । অর্থাৎ এই আমল দ্বারা উপকৃত হওয়ার জন্য অবশ্যই আমল করা জায়েজ ।

অনেকেই উপযুক্ত দলীল ছাড়া হাদীসটিকে জাল বলেন যা সম্পন্ন ভুল ধারণা ।

এবার পড়ুন

Spread the love

Leave a Comment