জালালুদ্দিন রুমি (রহঃ) এর ১০টি বিখ্যাত উক্তি

জালালুদ্দিন রুমি (রহঃ) এর ১০টি বিখ্যাত উক্তি

(১) সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবেনা, বরং তোমারই এমন দিনের দিকে অগ্রসর হওয়া উচিত।

(২) আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই, আমি অনেক পোশাক দেখেছি যেগুলোর ভিতর মানুষ নেই।

(৩) সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয়, জ্ঞান হলো কী কী এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা।

(৪) যদি আল্লাহর দয়া পেতে চাও, তবে দুর্বল এর প্রতি তোমার দয়ার হাত বাড়িয়ে দাও।

(৫) তুমি সাগরে এক বিন্দু পানি নও। তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর।

(৬) তুমি সরল পথ না চিনতে পারলে, তোমার নফস তোমাকে যা করতে বলে তার বিপরীত কর, ঐটাই তোমার জন্য সরল পথ।

(৭) যা কিছু হারিয়েছো তার জন্য দুঃখ করো না। তুমি তা আবার ফিরে পাবে, আরেকভাবে, আরেক রূপে।

(৮) এমন ভাবে তুমি পূণ্য অর্জন করো, যাতে মানুষ তোমার মুখ দেখে বুঝতেই না পারে যে, তুমি খোদার ইবাদতে মগ্ন আছো।

(৯) তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে, উড়ার ক্ষমতা তোমার আছে। তারপরও খোঁড়া হয়ে আছো কেন!?

(১০) তোমার অন্তরের চোখ খোলো, চেয়ে দেখ এই দুনিয়া একটা মায়া স্বপ্ন ছাড়া কিছুই নয়।

এই উক্তিগুলো ভালো লাগলে দয়া করে শেয়ার করবেন । আপনার শেয়ার করা দ্বারা অন্য কেউ উপকৃত হলে আপনিও অনেক নেকি পাবেন । ইনশাআল্লাহ

এবার পড়ুন

Spread the love

Leave a Comment