আল্লাহ তায়ালা মানুষকে পরিবর্তনের সুযোগ দিয়ে থাকেন

[su_heading]আল্লাহ তায়ালা মানুষকে পরিবর্তনের সুযোগ দিয়ে থাকেন[/su_heading]

আল্লাহ তা’আলা তাঁর কিছু বান্দাকে পছন্দ করে নেন, কিন্তু বান্দার ঈমান ও আমল কোনোভাবেই জান্নাতে যাওয়ার মত নয়।

তখন কী করে?

আল্লাহ সেই প্রিয় বান্দার জন্য এমন পরীক্ষা নির্ধারিত করেন যা তাকে আল্লাহর দিকে ঠেলে দেবে। হয়তো সে কোনো পরীক্ষায় ব্যর্থ হবে, গুনাহর কাজ করে বসবে। আল্লাহ তা’আলা সব থামানোর ক্ষমতা রাখা সত্ত্বেও তাকে ভুল করার সু্যোগ দেবেন।

কেন?

কারণ ভুল করার মধ্য দিয়েই সে তাওবা করার সুযোগ পাবে, অনুশোচনার আগুনে দগ্ধ হতে হতে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে। আবার হয়তো সে আল্লাহকে ভুলতে বসেছিল, এমনি সময় আল্লাহ তাঁর ওপর এমন কঠিন বিপদ আপতিত করবেন যে বান্দা আকুল হয়ে আল্লাহকেই ডেকে উঠবে। আল্লাহকে ডাকতে ডাকতে একসময় তাঁর নৈকট্যশীল বান্দাদের মধ্যে শামিল হয়ে যাবে। এভাবেই আল্লাহ আযযা ওয়াজাল বিপদ-আপদের ভেতর দিয়ে তাঁর কোনো কোনো বান্দাকে তাঁর কাছাকাছি টেনে নেন।

নাজিয়া নৌশিন জাহরা

৫টি বদ অভ্যাস জীবনে দুঃখ কষ্ট বয়ে আনে – জানতে এখানে ক্লিক করুন

Spread the love

Leave a Comment