কথিত আহলে হাদিস ও খারেজীদের পরিচয়

কথিত আহলে হাদিস ও খারেজীদের পরিচয়

আসসালামু আলাইকুম, প্রিয় হুজুর বর্তমানে কিছ যুবক ছেলে শায়েখ পুজায় আসক্ত হয়ে বড় বড় ইমাদের বিরুদ্ধে কথা বলছে অথচ তারা আরবী পড়তে যানে না । সাধারনত জেনারেল যুবকগণ তাদের চক্রান্তের শিকার হচ্ছে । এরা সবে থেকে বেশি ইমাম আবু হানিফা সম্পর্কে জঘন্য অপবাদ দিয়ে থাকে । আমি জানতে চাই এরা কারা এদের কর্মকান্ডের ব্যাপারে হাদিসে কি কোন ইঙ্গিত আছে ? দয়া করে জানাবেন । (আমার নাম:- আমিনুল ইসলাম,পশ্চিমবঙ্গ )

উত্তর নং ১৩৫: উত্তর দাতা আব্দুল্লাহ: ওয়া-আলাইকুম আসসালাম, আমিনুল ইসলাম ভাই আপনি খুব গুরুতত্বপূর্ণ প্রশ্ন করেছেন । বর্তমানে একটা ফিৎনা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে তা হল- কথিত আহলে হাদিস ফিৎনা । আগে এদেরকে ফরাজী বলা হত এখন তারা নাম পরিবর্তন করে হয়েছে আহলে হাদিস ।

আহলে হাদিস কি ও কেন?

আহলে হাদিস (হাদিস ওয়ালা) একটি উপাধি যা হাদিসের ইমামদের দেওয়া হত । যারা আহলে হাদিস উপাধি (ডিগ্রী) অর্জন করতেন তাদেরকেই সুধু আহলে হাদিস বলা হত । কখনোই এটি ফিরকা ছিল না বরং সকলেই আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী ছিলেন ।

বর্তমান পড়শোনা করে বিভিন্ন ডিগ্রী অর্জন করা হয় যেমন- আলিম,ফাজিল,বি.এ, এম.এ, কারী,মুফতি ইত্যদি । এবার যদি কেও এই নাম দিয়ে নতুন দল তৈরী করে তাহলে কখনই তা গ্রহনযােগ্য হবে না । ইসলাম সম্পর্কে যারা জানে কখনই তারা তাদের মেনে নেবে না । তবে যারা জেনারেল ছেলে তারা অনেকেই মেনে নিতে পারে । আহলে কুর’আন ও আহলে হাদিস এগুলো উপাধি এই নামে ইসলামী দল বানানোর কোনো সুযোগ নেই । বর্তমানের কথিত আহলে হাদিস একটি বেদাতী দল, এর মধ্যে কোনো সন্দেহ নেই ।

কথিত আহলে হাদিস ও খারেজীদের পরিচয়

শেষ জামানায় কিছু মানুষের আবির্ভাব ঘটবে তাদের আলামত সম্পর্কে হাদিসের মধ্যে কিছু বর্ণনা পাওয়া যায় । শেষ জামানাই একাধিক বাতিল ফিরকার আবির্ভাব ঘটবে । কএকটা দলের আবির্ভাব ঘটেছে ,কিয়ামতের পূর্বে আরো কিছু দলের আবির্ভাব ঘটবে । নিম্নে কিছু আলামত তুলে ধরা হলো এর মধ্যে একাধিক আলামত মিলে গেলে আপনাকে বুঝে নিতে হবে এরা পথভ্রষ্ট দল ।

১. আলী (রাঃ) বলেন আমি নবী (ﷺ) কে বলতে শুনেছি যে, শেষ যুগে একদল যুবকের আবির্ভাব ঘটবে যারা হবে স্বল্পবুদ্ধি সম্পন্ন (জ্ঞান ও বুদ্ধি কম হবে) তারা মুখে খুব ভালোভালো কথা বলবে কিন্তু তারা ইসলাম হতে বের হয়ে যাবে যে ভাবে তীর ধনুক থেকে বে হয়ে যায় । ইমান তাদের গলদেশ পেরিয়ে ভেতরে প্রবেশ করবে না । (বুখারী হা-৩৬১১,মুসলিম হা-২৪৬২)

২. তারা হবে ইবাদতে অন্যদের চেয়ে অগ্রগামী কিন্তু নিজেদের ইবাদতের জন্য হবে অহংকারী। লোকেরা তাদের ইবাদত দেখে অবাক হবে। (আহমাদ হা/১২৯৭২) আলবানী হাদিসটিকে সহীহ বলেছেন ।

৩. তারা যুলখোয়াইসিরাহ নামক ব্যক্তির মত নবী (ﷺ) এর শানে বেয়াদবী করবে । এরা সেই বেয়াদবের রুহানী সন্তানের ভুমিকা পালন করবে । যুলখোয়াইসিরাহ সম্পর্কে জানতে পড়ুন বুখারী হা-৩৬২০ ।

৪. তারা মানুষকে কিতাবুল্লাহর দিকে আহবান করবে। কিন্তু নিজেরা তার অনুসরণ করবে না। তাদের আলামত হবে, নেড়া মাথা ওয়ালা গোষ্ঠি। (আবুদাঊদ হা/৪৭৬৫)

৫. তারা সর্বোত্তম দলের বিরুদ্ধে বিদ্রোহ করবে। যেমন আলী ও মু‘আবিয়া (রাঃ)-এর বিরুদ্ধে করেছিলো। (আল-বিদায়া ওয়ান-নিহায়া ৭/৩০৫)

৬. যেসব আয়াত কাফেরের জন্য প্রযোজ্য তারা সেগুলিকে মুমিনদের উপর প্রয়োগ করবে। (বুখারী, হুজ্জাত কায়েম হওয়ার পর খাওয়ারেজ ও মুলহিদদের হত্যা করা অধ্যায়, ইবনু ওমর (রাঃ) হতে বর্ণিতো)

৭. তাদের আগমন ঘটবে শেষ যামানায়। (আবুদাঊদ হা/৪৭৬৯)

৮. ভূপৃষ্ঠে সর্বদাই খারেজী আক্বীদার লোক থাকবে এবং সর্বশেষ এদের মাঝেই দাজ্জালের আবির্ভাব হবে। (ইবনু মাজাহ হা/১৭৪; আলবানী একে হাসান বলেছেন)

ইত্যাদি বহু আলামত রয়েছে উদাহারণ সরূপ কএকটি তুলে ধরা হলো- এই মধ্যে কিছু আলামত খারেজীদের মধ্যে পাবেন আর কিছু কথিত আহলে হাদিসদের মধ্যে পাবেন ।

বর্তমানে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন, যারা কথিত আহলে হাদিস দলের লোক ,তারা নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করে । বড় বড় ইমামদের সমালোচনা করে এবং তাদেরকে নিন্দা করে । আরবি পড়তে জানে না অথচ বড় বড় ফতোয়া দেয় । তারা বাংলা অনুবাদ পড়ে এবং কথিত শায়েখদের বক্তৃতা শুনে মোটিভেট হয়ে থাকে ।

তারা মাযহাবকে অস্বীকার করে ঠিকই কিন্তু তারা, অনুবাদক ও শায়েখদের তাকলীদ করে । কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করে মানুষদের ভুল বুঝিয়ে থাকে । মোনাজেরার জন্য আমন্ত্রণ জানালে পালিয়ে বেড়ায় ।

Spread the love

Leave a Comment