ইসলামে কোন জিনিসটি উত্তম?-বুখারী হাদিস নং ১১

ইসলামে কোন জিনিসটি উত্তম?

عَنْ أَبِي مُوسَى قَالَ قَالُوا يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أَيُّ الإِسْلاَمِ أَفْضَلُ قَالَ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ

আবু-মুসা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, তারা (সহাবা-এ- কেরাগণ) জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল! (ইয়া রাসুলাল্লাহ) ইসলামে কোন জিনিসটি সব কে উত্তম? তিনি (ﷺ) বললেন, যার জিহবা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে। (মুখের কথা ও হাত দ্বারা অন্য মুসলমানকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা)

রেফারেন্সঃ

  • সহীহ বুখারী হাদিস নং ১১
  • মুসলিম হাদিস নং ৪২
  • আহমাদ হাদিস নং ৬৭৬৫

এবার এই হাদিটি পড়ুন- গোঁপ ও নখ কাটার সময়সীমা-ইবনে-মাজাহ হাদিস নং ২৯৫

Spread the love

Leave a Comment