উপযুক্ত মেয়েকে বিয়ে না দিলে পিতার কোনো ক্ষতি হয় কি?

উপযুক্ত মেয়েকে বিয়ে না দিলে পিতার কোনো ক্ষতি হয় কি?

উত্তরঃ মেয়ে উপযুক্ত হওয়ার পর বিয়ে দিতে যতো দেরি করা হবে, ততোই অনৈতিক অথবা অশালীন কোনো কাজে সম্পৃক্ত হওয়ার আশঙ্কা থাকবে। ‘আল্লাহ না করুন’ তখন যদি উক্ত মেয়ে কোনো অনৈতিক কাজ করে ফেলে তাহলে এর দায়ভার মেয়ের পিতার উপরও বর্তাবে। কেনোনা, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন,

من وُلِدَ لَهُ وَلَدٌ فَلْيُحْسِنِ اسْمَهُ وَأَدَبَهُ فَإِذَا بَلَغَ فَلْيُزَوِّجْهُ فَإِنْ بَلَغَ وَلَمْ يُزَوِّجْهُ فَأَصَابَ إِثْمًا فَإِنَّمَا إثمه على أَبِيه

তোমাদের মাঝে যার কোনো (পুত্র বা কন্যা) সন্তান জন্ম হয় সে যেনো তার সুন্দর নাম রাখে এবং তাকে উত্তম আদব কায়দা শিক্ষা দেয়; যখন সে বালেগ অর্থাৎ সাবালক/সাবালিকা হয়, তখন যেনো তার বিয়ে দেয়; যদি সে বালেগ হয় এবং তার বিয়ে না দেয় তাহলে, সে কোনো পাপ করলে উক্ত পাপের দায়ভার তার পিতার উপর বর্তাবে। (বাইহাকি ৮১৪৫)

আল্লাহ আমাদের সবাইকে উত্তম জীবন সাথী দান করুন। (আমীন।)

Spread the love

Leave a Comment