কারো জন্য দোয়া করার ফজিলত

কারো জন্য দোয়া করার ফজিলত

রাসুল (সাঃ) বলেন- কোনো মুসলিম অপর মুসলিমের জন্য খাস মনে দুয়া করলে দুয়া কবুল হয়। সেখানে একজন ফিরিশতা নিযুক্ত থাকেন। যখনই ঐ ব্যক্তি তার মুসলিম ভাইয়ের জন্য দুয়া করে তক্ষণই ঐ ফিরিশতা “আমীন” “আমীন” বলেন। এবং বলেন- তোমার জন্যও অনুরূপ হোক। [মুসলিম, মিশকাতঃ ২২২৮, দোয়া অধ্যায়, অধ্যায়-৯]
উবাদা বিন সামেত (রাঃ) থেকে বর্ণিতো। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাঃ) একথা বলতে শুনেছি,
من استغفر للمؤمنين والمؤمنات كتب الله له بكل مؤمن ومؤمنة حسنة
যে ব্যক্তি মুমিন পুরুষ ও নারীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাকে প্রতেক্য মুমিন পুরুষ ও নারীর বিনিময়ে একটি করে পূণ্য লিখে দেওয়া হবে। (ত্বাবরানী, শাইখ আলবানী হাদীসটিকে হাসান বলেন, (দ্র: সহীহুল জামে হা/১০৯৭০)

একটি দোয়া উদাহারন সরূপ দেওয়া হলো-

اللهم أغفر للمؤمنينوالمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والأموات

আল্লাহুম্মাগফিরলিল মুস্লিমিনা ওয়াল মুস্লিমাত ওয়াল মু মিনিনা ওয়াল মু মিনাত। আল আহ ইয়ায়ি মিনহুম ওয়াল আম ওয়াত।
অর্থ-হে আল্লাহ, ক্ষমা করে দাও মুসলিম নারী,ও মুসলিম পুরুষদের এবং মুমিন নারী ও মুমিন পুরুষদের যারা জীবিতো এবং যারা মৃত তাদেরকেও।

Spread the love

Leave a Comment