গোঁপ ও নখ কাটার সময়সীমা-ইবনে-মাজাহ হাদিস নং ২৯৫

গোঁপ ও নখ কাটার সময়সীমা

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ وَقَّتَ لَهُمْ فِي كُلِّ أَرْبَعِينَ لَيْلَةً تَقْلِيمَ الأَظْفَارِ وَأَخْذَ الشَّارِبِ وَحَلْقَ الْعَانَةِ

আনাস ইবনেমালিক (রাঃ) থেকে বর্ণিতঃ: নাবী (ﷺ) সাহাবীদের জন্য চল্লিশ দিন অন্তর একবার নখ কাটা, গোঁফ খাটো করা এবং নাভীর নিম্নাংশের লোম কামানোর জন্য সময় নির্ধারণ করেছেন।

রেফারেন্সঃ

  • ইবনে-মাজাহ হাদিস নং ২৯৫
  • তিরমিজী হাদিস নং ২৭৫৮

হাদিস নিজে পড়ুন ও অন্যকে পড়ার সুযোগ করে দিন ।

Spread the love

Leave a Comment