পায়ে হেঁটে হজ করা কি জায়েজ?

পায়ে হেঁটে হজ করা কি জায়েজ?

পায়ে হেঁটে হজ করা না-জায়েজ বা কঠোর নিষেধ বা হজ হবেনা এমন কোন দলিল নেই । তবে নিজেকে কষ্ট দিয়ে পায়ে হেঁটে হজে যাওয়া নিষেধ রয়েছে, যাতে মানুষ নিজেকে কষ্টের মধ্যে না ফেলে। পায়ে হেঁটে হজ করলে হজ হবে না এরকম হাদিস নেই ।
বিভিন্ন দেশ থেকে হজে গেলে যানবাহনে যাওয়াটাই উত্তম ।

হাদীস শরীফের মধ্যে রয়েছে,

আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ: তিনি বলেন, কোন একজন মহিলা পায়ে হেঁটে বাইতুল্লাহ শারীফে যাওয়ার মানত করে। এ বিষয়ে রাসূলুল্লাহ (সাঃ) কে প্রশ্ন করা হলে তিনি বললেনঃ আল্লাহ তা‘আলা তার হাঁটার মুখাপেক্ষী নন। তোমরা তাকে সাওয়ার হয়ে যাওয়ার নির্দেশ দাও।

(জামে’ আত-তিরমিজি, হাদিস নং ১৫৩৬)

আল্লাহতালা এটা কখনো চান না যে বান্দা নিজেকে কষ্টের মধ্যে ফেলুক, নিজের প্রতি বোঝা চাপিয়ে নিক । হাদিস শরীফের মধ্যে আছে,
حَجَّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً
যে বাইতুল্লায় যেতে সক্ষম (খরচ ভার বহন করতে পারবে) তার উপর হাজ্জ ফারজ। (সহিহ মুসলিম, হাদিস নং ১০)

হাদীস শরীফের মধ্যে আরো রয়েছে,

রাসূলুল্লাহ (সাঃ) একজন অতি বৃদ্ধ লোকের সামনে দিয়ে যাচ্ছিলেন। সে তার দুই ছেলের কাঁধে ভর করে যাচ্ছিল। তিনি প্রশ্ন করেনঃ তার কি হয়েছে? লোকেরা বলল, হে আল্লাহর রাসূল! সে (বাইতুল্লাহ শারিফে) হেঁটে যাওয়ার মানত করেছে। তিনি বললেনঃ এ লোকের নিজেকে কষ্টে নিক্ষেপ করা হতে আল্লাহ তা‘আলা মুক্ত। বর্ণনাকারী বলেন, তিনি তাকে সাওয়ারীতে চড়ে যাওয়ার নির্দেশ দিলেন।

(জামে’ আত-তিরমিজি, হাদিস নং ১৫৩৭)

সমর্থ থাকলে হজ ফরজ নচেৎ হজ ফরজ নয় । সমর্থ থাকার পরেও পায়ে হেঁটে কষ্ট করে হজ করতে হবে এর কোন নির্দেশ হাদিসে নেই । আর কেও হজ করলে হজ হবেনা বলেও কোনো হাদিস নেই ।

Spread the love

Leave a Comment