ভিক্ষা নয়-শেখ সাদী (রহঃ) এর শিক্ষনীয় মজার গল্প

ভিক্ষা নয়

এক দরিদ্র ব্যক্তি ছিল। এক বেলা খাবার জুটতো তাে আরেক বেলা খাবার জুটতো না। পরনে তার তালি লাগানো একদম পুরনো পোশাক। ক্ষুধার জ্বালায় কাতর থাকে সারাদিন। ঘর নেই, বাড়ি নেই,পথে পথে ঘােরে, যেখানে সেখানে ঘুমায় । মনে তার অসীম দুঃখ ।

গরিব হলে কী হবে? লােকটির আত্মসম্মানবােধ ছিল। সময় মত ঠিক ঠাক খেতে পেত না কিন্তু কারও কাছে হাত পাতত-না সে । সে ভিক্ষা করা মোটেও পছন্দ করত না । কেউ যদি কিছু দিত তাকে তবেই তার খাওয়া হত নইলে উপােস থাকতে হত।

তার এই গরিবি অবস্থা দেখে একজন বললেন—ভাইরে, এত কেন কষ্ট করছ কেন? তার চেয়ে বরং যাও না এই শহরের সবচেয়ে ধনী লােকের কাছে। তিনি খুব দয়ালু ও উপকারী। গরিবের দুঃখ তিনি দূর করতে চান। নিশ্চয়ই তিনি তােমাকে সাহায্য করবেন। দেখবে কিছটা হলেও তোমার দুঃখ কম হবে ।

এই শুনে গরিব লােকটি বললেন—না, না, তা হবে কেন? না-খেতে পেয়ে মারা যাব তা-ও ভালাে—কিন্তু অন্যের কাছে ভিক্ষা করে সাহায্য নিয়ে বেঁচে থাকা খুব কষ্টের।

কারও অনুগ্রহ আমি কামনা করি না। ভিক্ষা করে বেঁচে থাকার চেয়ে। মরে যাওয়া অনেক ভালাে। আর যাই হােক, আমার মনে অপার শান্তি আছে । আমি মনে শান্তি নিয়েই বেঁচে থাকতে চাই। দারিদ্রতা আমার জন্য বেশি ভালো ।

আমাদের ইংরেজী সাইট ভিজিট করুন- imuadvice.com

Spread the love

Leave a Comment