প্রথম কাতারে নামায আদায়ের ফজিলত

প্রথম কাতারে নামায আদায়ের ফজিলত

প্রথম কাতারে নামায আদায় সম্পর্কে বলা হয়েছে, এর ফযীলত যদি তোমরা জানতে তাহলে লটারী করে হলেও প্রথম কাতারে স্থান করে নিতে, প্রথম কাতারে দাঁড়াতে! এর দ্বারা এ আমলের প্রতি আমাদের তীব্র আগ্রহ সৃষ্টি করা হয়েছে; যাতে আমরা এ আমলের ফযীলত লাভ করতে পারি।

হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতো, রাসূলুল্লাহ্ (সাঃ) ইরশাদ করেছেন- আযান এবং প্রথম কাতারের ফযীলত যদি মানুষ জানতো; আর লটারী করা ছাড়া এ আমলের সুযোগ পাওয়া না যেতো, তাহলে লটারী করে হলেও মানুষ এ আমলে অংশ নিতো। (সহীহ বুখারী, হাদীস ৬১৫)

এ হাদীসে যদিও অভিনবো উপস্থাপনের মাধ্যমে আমলের প্রতি উৎসাহিতো করা হয়েছে, নির্দিষ্ট কোনো ফযীলতের উল্লেখ আসেনি, কিন্তু আরেক হাদীসে এ আমলের এমন এক ফযীলত বর্ণিতো হয়েছে, যা লাভ করার জন্য আসলেও লটারী করে প্রথম কাতারে দাঁড়ানো উচিত।

বারা ইবনে আযেব (রাঃ) থেকে বর্ণিতো, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছি- যারা প্রথম কাতারে দাঁড়ায় আল্লাহ্ তা’আলা তাদের উপর রহমত নাযিল করেন এবং তাঁর ফিরিশতারা তাদের জন্য দুআ-ইস্তিগফার করে। (সুনানে ইবনে মাজাহ, হাদীস ৯৯৭)

হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) থেকে বর্ণিতো, একবার রাসূলুল্লাহ্ (সাঃ) বললেন- তোমরা কি সেভাবে কাতারে দাঁড়াবে না, যেভাবে ফিরিশতারা তাদের রবের সামনে দাঁড়ায়! তখন আমরা বললাম, ফিরিশতারা তাদের রবের সামনে কীভাবে কাতারে দাঁড়ায়? তখন রাসূলুল্লাহ্ (সাঃ) বললেন, তাঁরা সামনের কাতার গুলো আগে পূরণ করে এবং মিলে মিলে দাঁড়ায়। (সহীহ মুসলিম, হাদীস ৪৩০)

হযরত আবু উমামা (রাঃ) থেকে বর্ণিতো, একবার রাসূলুল্লাহ্ (সাঃ) ইরশাদ করলেন- যারা প্রথম কাতারে দাঁড়ায় আল্লাহ তাআলা তাদের উপর রহমত নাযিল করেন এবং তাঁর ফিরিশতারা তাদের জন্য দুআ-ইসতিগফার করে।

একথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূল! দ্বিতীয় কাতারের উপরও? তাদের এ প্রশ্ন শুনে রাসূলুল্লাহ্ (সাঃ) আবার বললেন- যারা প্রথম কাতারে দাঁড়ায় আল্লাহ তাআলা তাদের উপর রহমত নাযিল করেন এবং তাঁর ফিরিশতারা তাদের জন্য দুআ-ইসতিগফার করে।

এভাবে তিনবার ঘটার পর রাসূলুল্লাহ্ (সাঃ) আবার বললেন- হাঁ, দ্বিতীয় কাতারের উপরও!  (মুসনাদে আহমাদ, হাদীস ২২২৬৩)

আমাদের ইংরেজি সাইট ভিজিট করুন- www.imuadvice.com

Spread the love

Leave a Comment