মানুষের জন্য ফেরেশতাদের দোয়া-বুখারী হাদিস নং ৪৪৫

মানুষের জন্য ফেরেশতাদের দোয়া

নামাজ শেষে কিছুক্ষণ অজু অবস্থাতেই মুসল্লা (যে জায়গায় নামাজ পড়েছে) সেখানে বসে থাকার ফজিলত ।

পবিত্র হাদীছ শরীফ এর মধ্যে রয়েছে।

হজরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত,
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের কেউ নামাজের পরে হাদাসের পূর্ব পর্যন্ত (ওযু অবস্থায়) যেখানে নামাজ আদায় করেছে সেখানে বসে থাকে (যতক্ষণ বসে থাকবে ততক্ষণ) ফেরেস্তাগণ তার জন্য দু’আ করতে থাকবেন। তাঁরা বলেন,
اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ

উচ্চারণঃ- আল্লাহুম্মাগফিরলাহু, আল্লাহুম্মারহামহু
হে আল্লাহ! তাকে ক্ষমা কর। হে আল্লাহ! তার উপর রহম কর।
সহিহ বুখারী, হাদিস নং ৪৪৫

তাই নামাজ সমাপ্ত করে কিছুক্ষণ মুসাল্লায় বসে কাটালে ফেরেশতাদের দোয়া পাওয়া যায় ।

আমরা সকলেই চেষ্টা করব নামাজের পর কিছু সময় মুসাল্লায় বসে অতিরিক্ত জিকির আজগার করার । আল্লাহ যেন কবুল করেন আমিন ।

Spread the love

Leave a Comment