রমজান মাসে রাসুল (সাঃ) যে কাজটি খুব বেশি করতেন | Islamic

রমজান মাসে রাসুল (সাঃ) যে কাজটি খুব বেশি করতেন ৷

রমজান মাসে কোন নেকির কাজ করলে অন্য মাসের তুলনায় ৭০ গুণ বেসি নেকি হয় ৷ তাই কোন ভাবেই অবহেলা না করে রমজান মাসে যতটা সম্ভাব নেকির কাজ করে যেতে হবে ৷

রাসুল (সাঃ) রমজান মাসে যে কাজগুলি বেশি বেশি করতেন তার মধ্যে অন্যতম, হল দান খায়রাত ৷

ইব্‌নু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ধন-সম্পদ ব্যয় করার ব্যাপারে সকলের চেয়ে দানশীল ছিলেন। রমযানে জিবরাঈল (আঃ) যখন তাঁর সঙ্গে সাক্ষাত করতেন, তখন তিনি আরো অধিক দান করতেন। রমযান শেষ না হওয়া পর্যন্ত প্রতি রাতেই জিবরাঈল (আঃ) রাসুল (সাঃ) এর সঙ্গে একবার সাক্ষাত করতেন। আর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে কুরাআন শোনাতেন। জিবরাঈল যখন রাসুল (সাঃ) সঙ্গে সাক্ষাত করতেন তখন তিনি রহমতসহ প্রেরিত বায়ুর চেয়ে অধিক ধন-সম্পদ দান করতেন।
সহিহ বুখারী, হাদিস নং ১৯০২

পবিত্র রমজান মাসে যার যত ক্ষমতা সে ততটা দান করবে ৷
রমজান মাসে দান করলে অন্য মাসের তুলনায় ৭০গুণ বেশি নেকির হকদার হবে ৷

তাই আসুন সকলেই দান করার অভ্যাস গড়ি ৷ আপনার দানের জন্য কারো জীবনে একটু সুখ আসতে পারে ৷
আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আমিন ৷

Spread the love

Leave a Comment