সাত শরীকের কুরবানী সম্পর্কে মাসআলা

সাত শরীকের কুরবানী

সাত শরীকের কুরবানী সম্পর্কে কিছু মাসআলা যা জেনে রাখা খুবই প্রয়োজন।

১-মাসআলাঃ- সাতজনে মিলে কুরবানী করলে সবার অংশ সমান হতে হবে। কারো অংশ এক সপ্তমাংশের কম হতে পারবে না। যেমন কারো আধা ভাগ, কারো দেড় ভাগ। এমন হলে কোনো শরীকের কুরবানীই সহীহ হবে না। [বাদায়েউস সানায়ে ৪/২০৭]

২-মাসআলাঃ- যদি কেউ আল্লাহ্ তাআ’লার হুকুম পালনের উদ্দেশ্যে কুরবানী না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কুরবানী করে তাহলে তার কুরবানী সহীহ হবে না। তাকে অংশীদার বানালে শরীকদের কারো কুরবানী হবে না। তাই অত্যন্ত সতর্কতার সাথে শরীক নির্বাচন করতে হবে। [কাযীখান ৩/৩৪৯]

৩-মাসআলাঃ- কুরবানীর গরু, মহিষ ও উটে আকীকার নিয়তে শরীক হতে পারবে। এতে কুরবানী ও আকীকা দুটোই সহীহ হবে। [রদ্দুল মুহতার ৬/৩৬২]

৪-মাসআলাঃ- শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কারো কুরবানী সহীহ হবে না।

(একা কুরবানী করা বেশি উত্তম কারণ এতে সন্দেহ রবে না । একাধিক জনে কুরবানী করলে সাবধানতা অবলম্বন করতে হবে যাতে এমন মানুষ অংশিদার না হয় যে যার জন্য সকলের কুরবানী নষ্ট হয় ।)

আল্লাহু ও রাসুলুহু আ’লাম

হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আলী কাসেমী

Spread the love

1 thought on “সাত শরীকের কুরবানী সম্পর্কে মাসআলা”

Leave a Comment