স্বপ্নে সাপ দেখলে কি হয়? স্বপ্নে সাপ দেখার তাবির

স্বপ্নে সাপ দেখলে কি হয়? স্বপ্নে সাপ দেখার তাবির

স্বপ্ন ৩ প্রকার হয়ে থাকে

(১) আল্লাহর পক্ষ থেকে
আল্লাহ তাআলার পক্ষ থেকে ইশারা, ইঙ্গিত হিসাবে স্বপ্ন দেখা।
(২) মনের কল্পনা থেকে
মনে মনে যা সারাদিন কল্পনা করে তার প্রভাবে ঘুমের মধ্যে ভাল-মন্দ কিছু দেখা।
(৩) শয়তানের পক্ষ থেকে
শয়তানের কুমন্ত্রণা ও প্রভাবে স্বপ্ন দেখা। সাধারণত এ সকল স্বপ্ন ভীতিকর হয়ে থাকে।

প্রিয় দর্শক মন্ডলী ভালো স্বপ্ন দেখলে তা অন্যের সামনে বলা যাবে, তবে খারাপ স্বপ্ন দেখলে তা প্রকাশ করা যাবে না । খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে যাতে খারাপ কিছু না হয় ।

ভাল স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে।

খারাপ স্বপ্ন দেখলে নিদ্রা থেকে জাগ্রত হওয়া মাত্র আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে বলতে হবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

স্বপ্নে সাপ দেখার তাবির সম্পর্কে এবার আমরা জানবো ।

বিভিন্ন অবস্থায় সাপ দেখার বিভিন্ন ব্যাখ্যা হয়ে থাকে ।

ইবনে সিরিন (রহঃ) বলেন,
যদি কেউ স্বপ্নে সাপ দেখে যে,তার পিছু পিছু ছুটছে,তাহলে এর অর্থ হল,ঐ ব্যক্তির শত্রুরা তার সাথে শত্রুতা করা জন্য চেষ্টা করতেছে।

আর যদি কেউ দেখে যে তার সামনে বা তার আশপাশে সাপ ঘুর ঘুর করতেছে,তাহলে এর অর্থ হলো,ঐ ব্যক্তির শুত্রুরা তার পাশেই রয়েছে ঘনিষ্টজনদের মধ্যে।
(তাফসিরুল আহলাম-ইবনে সিরান-২/৪)

সপ্নে কাউকে সাপ মারতে দেখলে বুঝবেন বাস্তব জীবনে আপনার শত্রুকে অন্য কেউ পরাজিত করবে।

স্বপ্নে নিজের সাপ মারতে দেখলে শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার লক্ষণ ।

স্বপ্নে সাপ পালাতে দেখলে শত্রু কোনো ক্ষতি করতে পারবে না এটার প্রতি ইঙ্গিত করে ।

স্বপ্নে বড় সাপ দেখলে বড় শত্রু এবং ছোট সাপ দেখলে ছোট শত্রুর প্রতি ইঙ্গিত করে ।

স্বপ্নের মধ্যে সাপকে মেরে দুই ভাগ করে ফেলা দেখলে, ইনসাফ কারী অর্থাৎ ন্যায় বিচার করবে বা ন্যয়ের সমর্থন করবে।

কেউ যদি স্বপ্নে সাপকে উড়তে দেখে অর্থাৎ উড়ন্ত সাপ দেখে, তাহলে সে খুব তাড়াতাড়ি কোথায় ভ্রমণে ‍কিংবা সফরে যাবে।

স্বপ্নে সাপ দংশন করছে এমন দেখলে শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ বোঝায় ।

স্বপ্নে সাধারণভাবে এক অথবা একাধিক সাপ একসঙ্গে দেখলে বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনদের মধ্যে অশান্তি হওয়ার লক্ষণ ।

স্বপ্নে সাপকে দুধ পান করাতে দেখলে জীবনে বন্ধু রূপে শত্রু পাবার লক্ষণ ।

স্বপ্নে সাপ দেখলে বেশিরভাগ খারাপ দিকে এর ব্যাখ্যা যায় । তাই সাপ দেখলে বা কোন ভয়ানক স্বপ্ন দেখলে, যাতে কোনো প্রকার খারাপ কিছু না হয়ে যায় এজন্য মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে এবং বেশি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে । কম করে ৩দিন একটু সাবধানে থাকতে হবে । তর্ক বিতর্ক ঝামেলা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে । আর প্রত্যেক নামাজের পর অবশ্যই অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে ।

একটি দোয়া আছে যে দোয়াটি সকালের তিনবার এবং সন্ধ্যায় তিনবার পড়লে পৃথিবীর কোন অনিষ্ট ক্ষতি করতে পারবে না, লিংক ডিস্ক্রিপশনে দিয়ে দেব চাইলে দেখতে পারেন ।

আশা করি এ তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে ।

Spread the love

Leave a Comment