২০টি কুসংস্কার বাক্য যা কখনো বলবেন না

২০টি কুসংস্কার বাক্য

আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে এধরনের বহু কুসংস্কার প্রচলিত রয়েছে। যা প্রতিনিয়ত মানুষ কথায় ও কাজে ব্যবহার করে থাকে।

এগুলোর প্রতি বিশ্বাস করা ঈমানের জন্য মারাত্মক হুমকী। ইসলাম ধর্মে এর কোন অস্তিত্ব নেই সব বানোয়াট এবং মিথ্যা কথা । যাদের ঈমান দুর্বল তারা অথবা অজান্তে অনেক মানুষ এসমস্ত বাক্য গুলির উপর বিশ্বাস রাখে ।

তো চলুন জেনে নিন ২০টি কুসংস্কার বাক্য, যা কখনো বলা উচিত নয় ।

(১) পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম খাওয়া যাবে না। তাহলে পরীক্ষায় ডিম (গোল্লা) পাবে।

(২) ঔষধ খাওয়ার সময় ‘বিসমিল্লাহ বললে’ রোগ বেড়ে যাবে।

(৩) জোড়া কলা খেলে জোড়া সন্তান জন্ম নিবে।

(৪) দোকানের প্রথম কাস্টমর ফেরত দিতে নাই।

(৫) ঘর থেকে বের হয়ে বিধবা নারী চোখে পড়লে যাত্রা অশুভ হবে।

(৬) ডান হাতের তালু চুলকালে টাকা আসবে। আর বাম হাতের তালু চুলকালে বিপদ আসবে।

(৭) ভাঙ্গা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না। তাতে চেহারা নষ্ট হয়ে যাবে।

(৮) গেঞ্জি ও গামছা ছিঁড়ে গেলে সেলাই করতে নাই।

(৯) মহিলার পেটে বাচ্চা থাকলে কিছু কাটা-কাটি বা জবেহ করা যাবে না।

(১০) হাত থেকে প্লেট পড়ে গেলে মেহমান আসবে।

(১১) কাক ডাকলে বিপদ আসবে।

(১২) পিঁপড়া বা জল পোকা খেলে সাতার শিখবে।

আমি সঠিক ভাবে বাঁচব কিভাবে?

(১৩) সকাল বেলা ঘুম থেকে উঠেই ঘর ঝাড়ু দেয়ার পূর্বে কাউকে কোন কিছু দেয়া যাবে না।

(১৪) রাতের বেলা কোন কিছু লেন-দেন করা যাবে না অমঙ্গল হয়।

(১৫) রাত্রে কাউকে টাকা দেওয়া যাবে না ‌।

(১৬) নতুন স্ত্রীকে দুলা ভাই কোলে করে ঘরে আনতে হবে।

(১৭) মহিলাগণ হাতে বালা বা চুড়ি না পড়লে স্বামীর অমঙ্গল হবে, স্বামীর আয়ু কমে যাবে।

(১৮) হঠাৎ বাম চোখ কাঁপলে দুখ: আসে, বিপদ আসে।

(১৯) স্ত্রীর নাকে নাক ফুল না রাখলে স্বামীর আয়ু কমে যাবে, স্বামীর ক্ষতি হবে।

(২০) কথা বলার সময় টিকটিকি আওয়াজ করলে কথার গুরুত্ব দেওয়া । যে টিকটিকি টিকটিক করেছে তার মানে এটা সত্য । মনে রাখা দরকার টিকটিকি মানুষের কঠিন শুত্রু ।

এই সমস্ত কথাগুলি কুসংস্কার, এর কোন অস্তিত্ব নেই । প্রত্যেক মুসলমানের কর্তব্য হলো এগুলো বর্জন করা।

এছাড়াও অনেক কুসংস্কার আছে , তবে সেগুলি বেশি প্রচলিত তার মধ্যে ২০টি উল্লেখ করা হলো ।

যদি কোন বহু প্রচলিত কুসংস্কার আপনাদের জানা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন ।

এই লেখাটি বেশি বেশি শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিন যাতে করে তারাও কুসংস্কার থেকে বেঁচে থাকতে পারে ।

এবার পড়ুন-

Spread the love

Leave a Comment