ইসলামে কোন কোন মহিলাকে বিয়ে করা হারাম?

ইসলামে কোন কোন মহিলাকে বিয়ে করা হারাম?

জীবনে চলার পথে মুখ বলা অনেক সম্পর্ক হয়ে যায় । এ পর বিয়ের সম্পর্ক গড়তে চায়লে বলা হয় বিয়ে হবে না, কারণ সম্পের্কে অমুক অমুক হয়….

মনে রাখবেন ছেলের ক্ষেত্রে যাদের সাথে বিবাহ হারাম তারা হল-

১/ মা।

২/ মেয়ে।

৩/ বোন।

৪/ নানি।

৫/ দুধ মা।

৬/ খালা।

৭/ ভাতিজী।

৮/ ভাগ্নী।

৯/ ফুফু।

১০/ সৎ মেয়ে।

১১/ দাদি।

১২/ শ্বাশুড়ী।

১৩/ দুধ মেয়ে।

১৪/ ছেলের স্ত্রী।

এগুলো বাদ দিয়ে একজন পুরুষের জন্য অন্য যে কোনো দুরের সম্পর্কের মেয়েকে বিয়ে করা যায়েজ।

এবার পড়ুন…………..

স্বামী স্ত্রীকে শারীরিক সুখ দিতে না পারলে কি করবে?

Spread the love

Leave a Comment