উত্তম মৃত্যুর ১২টি আলামত

উত্তম মৃত্যুর ১২টি আলামত

১. মৃত্যুর সময় কালেমা পাঠ করতে পারা।
(সহীহ আবু দাউস-২৬৭৩)

২. মৃত্যুর সময় কপালে ঘাম বের হওয়া।
(তিরমিজি -৯৮০)

৩. জুমার রাতে বা দিনে মৃত্যু বরণ করা।
(তিরমিজি-১০৭৪)

৪. আল্লাহর রাস্তায় যু’দ্ধ’রত অবস্থায় মৃত্যু বরণ করা।
(সহিহ মুসলিম-১৯১৫)

৫.প্লেগ রোগে মৃত্যু বরণ করা।
(বুখারী-২৮৩০/ মুসলিম-১৯১৬)

৬.যে কোনো পেটের পীড়াতে মৃত্যু বরণ করা।
(সহিহ মুসলিম-১৯১৫)

৭. কোনো কিছু ধ্বসে পড়া বা পানিতে ডুবে মৃত্যুবরণ করা।
(সহিহ বুখারী-২৮২৯)

৮.গর্ভবতী নারীর মৃত্যু বরণ করা।
(আবু দাউদ-৩১১১)

৯. আগুনে পুড়ে বা যক্ষা রোগে মৃত্যু।
(সহিহ তারগিব ওয়াত তারহীব-১৩৯৬)

১০. আল্লাহর দ্বীন, সম্পদ ও জীবন রক্ষা করতে গিয়ে মৃত্যু।
(তিরমিজ ১৪২১/মুসলিম-১৪১)

১১.আল্লাহর রাস্তায় প্রহরীর দায়ীত্ব পালন করতে গিয়ে মৃত্যু।

১২. নেক আমল রত অবস্থায় মৃত্যুবরণ করা।

হে আল্লাহ! আমাদেরকে
শহীদি মৃত্যু দান করুন আমিন

Spread the love

Leave a Comment