উমরী কাজা নামাজ আদায় করতেই হবে, নাকি তওবা করলে মাফ হবে?

উমরী কাজা নামাজ আদায় করতেই হবে, নাকি তওবা করলে মাফ হবে? অনেক মৌলবিকে বলতে শোনা যাচ্ছে তওবা করলে মাফ হয়ে যাবে। দয়া করে সঠিক উত্তরটি প্রমাণসহ জানাবেন ।

হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,

مَنْ ‌نَسِيَ ‌صَلَاةً ‌فَلْيُصَلِّهَا ‌إِذَا ‌ذَكَرَهَا، لَا كَفَّارَةَ لَهَا إِلَّا ذَلِكَ

‘কেউ যদি নামাজের কথা ভুলে যায়, সে যেন স্মরণ হওয়া মাত্রই তা আদায় করে নেয়। কেননা, তার কাফফারা একমাত্র সেই নামাজই।’ -(সহিহ মুসলিম, হাদিস: ৬৮৪)

সুতরাং তওবার দ্বারা ছুটে যাওয়া নামাজ মাফ হবে না। বরং সেগুলোর কাজা আদায় করা আবশ্যক।

সঠিক মত এটাই যে, জীবনে যত নামাজ কাজা হয়েছে হিসাব করে সেগুলো আদায় করতেই হবে ।

তওবা করলে নামাজ মাফ হবে এমন কোন দলিল আমি কখনো দেখিনি । 

আল্লাহ আ’লাম

Spread the love

Leave a Comment