গুজব রটনাকারীর পরিণাম

গুজব রটনাকারীর পরিণাম

হে ঈমানদারগণ! কোনো ফাসিক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তার সত্যাসত্য যাচাই-বাছাই করো। (আল-হুযুরাত, আয়াত: ৬)।

রাসূল (সাঃ) বলেন, কারো মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ঠ যে, সে যা শুনে তাই বলে বেড়ায়”।

যে গুজবকে সত্য বানায় কিংবা যে সত্যকে গুজব বানায়, দুজনই মিথ্যাবাদী। আর মিথ্যাবাদীর পরিণাম ভয়াবহ হবে ।

বর্তমান সময়ে আমরা কোনো কিছু শুনে যাচাই-বাছাই না করে বলে বেড়াই । যাক চরম অন্যায় ।

মানুষ একে অপরের সঙ্গে ঝামেলা লাগানোর জন্য বিভিন্ন কথা বলে থাকে। সাবধান 👉 কেউ কিছু বললে অবশ্যই প্রথমে যাচাই-বাছাই করুন তারপর সিদ্ধান্ত গ্রহণ করুন ।
নচেৎ আপনি বড় গুনাগার হবেন ।

Spread the love

Leave a Comment