মহিলাদের জন্য বাজার বা ঘরের বাইরে যাওয়ার হুকুম কী?

প্রশ্নঃ মহিলাদের জন্য বাজার করতে ও তালীম শুনতে ঘরের বাইরে যাওয়ার হুকুম কী??

যদি কোনো ফিতনার আশংকা না থাকে, এবং সফরের দূরত্ব না হয়, তাহলে নারীদের জন্য পর্দার সাথে ঘরের বাইরে বের হওয়া জায়েজ আছে। বাজার করা, বা তালীমের জন্যও বের হতে পারবে। তবে পুরুষ থাকা অবস্থায় বের হবে না।

আর যদি সফরের দূরত্বে কোথাও যায়, তাহলে অবশ্যই পর্দার সাথে সাথে মাহরামও সাথে থাকতে হবে।

হযরত আনাস বিন মালিক (রাঃ) থেকে বর্ণিতো। রাসূল (সাঃ) ইরশাদ করেছেনঃ প্রত্যেক মুসলমানের উপর দ্বীনী ইলম শিক্ষা করা ফরজ। {সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২৪}

হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিতো। তিনি বলেন, রাসূল (সাঃ) ইরশাদ করেছেনঃ আল্লাহ তাআলা এবং কিয়ামত দিবসের উপর ঈমান রাখে এমন কোনো মহিলার জন্য জায়েজ নয়, তিন দিন বা এর চেয়ে অধিক দিনের সফর করে অথচ তার সাথে তার পিতা, তার ছেলে, বা তার স্বামী বা তার ভাই কিংবা কোনো মাহরাম না থাকে। {সহীহ মুসলিম, হাদীস নং-৪২৩}

ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেনো তাদের দৃষ্টিকে নতো রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেনো যা সাধারণতোঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেনো তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে না রাখে এবং তারা যেনো তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীতো কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেনো তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদোচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো, যাতে তোমরা সফলকাম হও। {সূরা নূর-৩০-৩১}

Spread the love

Leave a Comment