বিতরের নামাজে দোয়া কুনুত পড়তে ভুলে গেলে নামাজ হবে কি?

প্রশ্নঃ বিতরের নামাজে দোয়া কুনুত না পড়ে বেখেয়ালে রুকুয় চলে গেলে নামাজ হবে কি? দয়া করে জানাবেন ।

উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে সাহু সিজদা করার দ্বারা নামাজ সহিহ হয়ে যাবে। দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে দোয়া কুনুতের জন্য রুকু ছেড়ে উঠে দাঁড়াবে না; বরং নামাজ শেষে সাহু সিজদা করে নিবে।

আর যদি দোয়া কুনুত পড়ার জন্য রুকু থেকে উঠে দাঁড়ায়, তবে তা নিয়ম পরিপন্থী হলেও নামাজ হয়ে যাবে। অবশ্য এ অবস্থায়ও সাহু সিজদা দিতে হবে।

সূত্র: ফাতাওয়া হিন্দিয়া : ১ : ১১১; আলবাহরুর রায়েক : ২ : ৪২;

Spread the love

Leave a Comment