যে ভুল করলে কবরে কঠিন আজাব হয়

জীবনে চলার পথে আমাদের দ্বারা কিছু ভুল হয়ে যায় যে ভুলগুলো খুব ছোট কিন্তু এর গুনহা অনেক বড় যার জন্য কবরের কঠিন আজাব হয়ে থাকে ।

বুখারী শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করছি তাহলেই পরিস্কার ভাবে বুঝতে পারবেন ।

হজরত ইবনে ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেনঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একদা মদীনা বা মক্কার বাগানগুলোর মধ্য হতে কোন এক বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন।
فَسَمِعَ صَوْتَ إِنْسَانَيْنِ يُعَذَّبَانِ فِي قُبُورِهِمَا
তিনি এমন দু’ ব্যক্তির আওয়ায শুনতে পেলেন যে, তাদেরকে কবরে আযাব হচ্ছিল।

তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ এদের দু’জনকে আযাব দেয়া হচ্ছে, অথচ কোন গুরুতর অপরাধে তাদের শাস্তি দেয়া হচ্ছে না।

তারপর তিনি বললেনঃ ‘হ্যাঁ,
كَانَ أَحَدُهُمَا لاَ يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ، وَكَانَ الآخَرُ يَمْشِي بِالنَّمِيمَةِ
এদের একজন পেশাব করতে গিয়ে সতর্কতা অবলম্বন করত না (পেশাবের ছিটা কাপড়ের শরীরে লেগে যেত) । অপর ব্যক্তি চোগলখোরী করত।

অতঃপর তিনি একটি খেজুরের ডাল আনতে বললেন, এবং তা ভেঙ্গে দু’ টুকরা করে দুটি কবরের উপর এক টুকরা করে রাখলেন।

فَقِيلَ لَهُ يَا رَسُولَ اللَّهِ لِمَ فَعَلْتَ هَذَا
তাঁকে বলা হল, ‘হে আল্লাহর রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কেন এমন করলেন?’ তিনি বললেনঃ আশা করা যেতে পারে যতক্ষণ পর্যন্ত এ দু’টি শুকিয়ে না যায় তাদের আযাব কিছুটা হালকা করা হবে।

(সহিহ বুখারী, হাদিস নং ২১৬)

অ্যাটাচ বাথরুমে হোক, অথবা বাইরে অন্য কোথাও পেশাব করার সময় খুব সাবধানে থাকতে হবে যাতে করে কোনভাবেই কাপড়ে বা শরীরে পেশাবের ছিটা না লাগে ।
যদি সাবধানতা অবলম্বন না করতে পারেন তাহলে কবরের কঠিন শাস্তি ভোগ করতে হবে । তাই সময় থাকতে সাবধান হয়ে যান ।

প্রিয় দর্শক হাদিসের মধ্যে আরও অতিরিক্ত আমরা দুটো শিক্ষা পেলাম তা হল পেশাবের ছিটা শরীরে বা কাপড়ে লাগলে যেমন কবর আযাব হয় তেমনি চুগলখোরি করলেও কবরে আজাব হয় ।
চুগলখোর বলা হয়
একের কথা অন্যকে লাগানো যাতে করে তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়।
চুগলখোরি করা কাজটা সহজ কিন্তু এর গুনহা অনেক বড় ।

আরেকটা বিষয় আমরা জানতে পারলাম তা হল কবরে গাছের কাঁচা ডাল কবরের উপরে রাখলে বাপ পুতে দিলে যতক্ষণ তা তাজা থাকে আল্লাহর রহমতে কবরের আজাব হালকা হয় ।
এর কারণ হচ্ছে তাজা গাছপালা আল্লাহর যিকির করে ।

Spread the love

2 thoughts on “যে ভুল করলে কবরে কঠিন আজাব হয়”

Leave a Comment