আশুরা রোজা কবে?
আশুরার রোজা কে সাধারণত গ্রাম গঞ্জের মুসলমান মহরমের রোজা বলে জানে । এ রোজা প্রতিবছর আরবি মহরম মাসের ৯ ও ১০ তারিখ রাখা হয় ।
আশুরা উপলক্ষে দুটি রোজা রাখতে হয়, ৯মহররমর, ১০ই মহররম।
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেন,যখন রাসূলুল্লাহ (ﷺ) আশুরার রোজা রাখলেন এবং (অন্যদেরকে) রোজা রাখার নির্দেশ দিলেন। লোকেরা বলল, হে আল্লাহর রাসূল,(ﷺ) এটিতো এমন দিন, যাকে ইহুদি ও খ্রিষ্টানরা বড় সম্মান জানায়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আগামী বছর এদিন আসলে, আমরা নবম দিনও রোজা রাখব ইনশাল্লাহ। বর্ণনাকারী বলছেন, আগামী বছর আসার পূর্বেই রাসূলুল্লাহ (ﷺ)র ওফাত হয়ে গিয়েছে। {সহিহ মুসলিম}
আতা বিন আবি রিবা (রহঃ) বলেন, নিশ্চয় তিনি ইবনে আব্বাস (রাঃ) কে বলতে শুনেছেন, তোমরা মহরমের ৯ ও ১০ তারিখ রোজা রাখো এবং ইহুদীদের বৈপরীত্য করো (বায়হাক্বী হা/৮৪০৪)।
আশুরার রোজার দ্বারা বিগত এক বছরের পাপরাশি মাফ হয়ে যায়। ইসলামের প্রাথমিক যুগে আশুরার রোজা ফরজ ছিল। দ্বিতীয় হিজরি সনে রমজানের রোজা ফরজ হওয়ার বিধান নাজিল হলে আশুরার রোজা ঐচ্ছিক হিসেবে বিবেচিত হয়। আশুরা দিবসে রোজা পালনের জন্য রসুলুল্লাহ (স) নির্দেশ দিয়েছেন।
হজরত আবু হোরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ (সাঃ) বলেছেন, রমজানের পর সর্বাধিক উত্তম রোজা হলো মহরম মাসের রোজা। আর ফরজের পরে সর্বাধিক উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। (সহিহ মুসলিম ১/৩৫৮)।
মহরম আশুরার রোজার ফজিলত প্রসঙ্গে হজরত রসুলুল্লাহ (স) বলেছেন, এ আশুরার দিন রোজা রাখার কারণে আল্লাহতায়ালা বান্দার বিগত এক বছরের গুনাহসমূহ মাফ করে দেন। (সহিহ মুসলিম ১১৬২)
২০২২ এ আশুরা রোজা কবে?
এবছর ২০২২ এ ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও আশেপাশের এলাকাগুলিতে আগস্টের ৮ তারিখ (সোমবার) ও ৯ (মঙ্গলবার) আশুরা বা মহরমের রোজা হবে । আর সৌদি আর আশেপাশের দেশগুলোতে ৭ ও ৮ ই আগস্ট রোজা হবে । ইনশাআল্লাহ
আল্লাহতায়ালা যেন আমাদেরকে এই মহরম মাসে দুটি আশুরার রোযা রাখার তৌফিক দান করেন । আমিন
এবার পড়ুন