যানবাহনে আরোহণের দোয়া-গাড়িতে চড়ার দুআ

যেকোনো যানবাহনে চড়ার সময় দোয়া পাঠ করে নিলে বিভিন্ন বিপদ-আপদ থেকে নিরাপদে থাকা যায় । আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যানবহনে আরোহণের দোয়া পাঠ করতেন । সাহাবায়ে কেরাম পাঠ করতেন । এভাবেই যুগে যুগে একের পর এক আল্লাহওয়ালারা এবং মুমিন বান্দারা এই দুয়া দ্বারা উপকার লাভ করে আসছেন ।

আমরা যদি এই দোয়া পাঠ করি তাহলে আমরাও অনেক উপকার লাভ করব । রাস্তাঘাটের চলার পথে বিভিন্ন বিপদ-আপদ থেকে বেঁচে থাকব এবং নিরাপদে সফর শেষ করতে পারব। ইনশাআল্লাহ

যানবহনে চড়ার সময় তিনবার তাকবির বলতে হয় (আল্লাহু আকবার) । তারপর নিম্ন দোয়াটি পাঠ করতে হয় ।

যানবাহনে আরোহণের দোয়া-

سُبْحَـٰنَ ٱلَّذِى سَخَّرَ لَنَا هَـٰذَا وَمَا كُنَّا لَهُۥ مُقْرِنِينَ,وَإِنَّآ إِلَىٰ رَبِّنَا لَمُنقَلِبُونَ

উচ্চারণ : সুবহানাল্লাজি সাখখারা লানা হাজা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লা-মুনকলিবুন (সূরা যুখরুফ ১৩-১৪)

অর্থ : মহান আল্লাহর পবিত্রতা যিনি একে (বাহন) আমাদের অধীন করে দিয়েছেন, অথচ আমরা একে অধীন করতে সক্ষম ছিলাম না। আমরা আমাদের প্রতিপালকের কাছে প্রত্যাবর্তনকারী।

উপকার : আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) সফরের উদ্দেশে বের হয়ে সওয়ারির ওপর পা রেখে তিনবার তাকবির (আল্লাহু আকবার) বলতেন। তারপর এই দোয়া পড়তেন। (সহিহ মুসলিম, হাদিস)

প্রিয় পাঠক বৃন্দ আশা করি এই লেখনি দ্বারা উপকৃত হয়েছেন এবং যানবহন এ আরোহণের সময় যে দোয়া পাঠ করতে হয় সেটা জানতে পেরেছেন । যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে শেয়ার করে বন্ধুদেরকেও উপকৃত হওয়ার সুযোগ করে দিন । জাযাকাল্লাহ

আরো পড়ুন….

ইস্তেখারার নামাজ ও দোয়া ও ইস্তেখারা করার নিয়ম

স্বামী স্ত্রীকে শারীরিক সুখ দিতে না পারলে কি করবে?

Spread the love

Leave a Comment