এক মহিলা ও সাপ- শিক্ষামূলক গল্প

এক মহিলা ও সাপ এর শিক্ষামূলক গল্প । গল্পটি নিজে পড়ুন এবং শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

এক মহিলা একটি অজগর সাপ পুষতেন এবং তার খুব যত্ন নিতেন । যত্ন করে সাপটিকে খাওয়াতেন, অসুস্থ হলে চিকিৎসা করতেন, সঙ্গে নিয়ে শুয়ে থাকতেন ।

হঠাৎ একদিন সাপটি খাওয়া দাওয়া ছেড়ে দিল । খাওয়া-দাওয়া ছাড়া চুপচাপ শুয়ে থাকে এবং মহিলাটির শরীরে গা ঘেঁষতে থাকে । মহিলাটি অবাক হয়ে গেল, সবকিছু ঠিক আছে এরপরে ওর সাতটি এমন করে কেন । বহু চেষ্টা করেও সাপটিকে কিছুই খাওয়ানোর সম্ভব হলো না ।

অতঃপর মেয়েটি নিরুপায় হয়ে, এক ডাক্তারের কাছে গেলেন । ডাক্তার বাবু সাপটি পরীক্ষা নিরীক্ষা করে মহিলাকে প্রশ্ন করলেন, সাপটি কি আপনার কাছে থাকে যখন আপনি ঘুমিয়ে থাকেন? মহিলাটি উত্তর দিল জি হা আমার কাছেই থাকে।

ডাক্তার বাবু গভীর চিন্তার মধ্যে পড়লেন। অনেক ভাবনা চিন্তা করে বললেন দেখুন আপনার সাপের কোন অসুখ হয়নি তবে তার উদ্দেশ্য খারাপ ।

মহিলাটি বললেন সাপের আবার খারাপ উদ্দেশ্য কি হতে পারে? উত্তরে ডাক্তারবাবু বলেন সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে কারণ আপনাকে খেতে চাই । আপনার শরীরের সঙ্গে বারবার ঘষা দিয়ে সে অনুমান করছে যে আপনাকে খেয়ে হজম করতে পারবে কিনা । আপনাকে খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে সময় হলে আপনাকে গিলে ফেলবে । আপনি সাবধান হয়ে যান ।

শিক্ষা: কেউ আপনার সাথে থাকলে, বন্ধু সুলভ আচরণ করলেই ভাববেন না সে আপনার প্রিয় । হতে পারে সে সুযোগ খুঁজছে আপনার ক্ষতি করার জন্য । হাসিমুখে কথা বললে, হাসা হাসি করলেই সে বন্ধু হয়ে যায় না । মানুষ ধন-সম্পদ লুটপাট করার জন্য বন্ধুসুলভ আচরণ করে । প্রকৃত বন্ধু ও স্বার্থলোভী বন্ধুর মধ্যে পার্থক্য বুঝতে শিখতে হবে ।

শিক্ষামূলক আরেকটি গল্প পড়তে নিচে ক্লিক করুন

সবার উপরে আল্লাহর আইন-ইসলামী গল্প

Spread the love

Leave a Comment