বুখারী শরিফ থেকে-৩টি মূল্যবান হাদিস

৩টি মূল্যবান হাদিস

(১) লজ্জা ঈমানের শাখা/ অঙ্গঃ

হজরত আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, ঈমানের ষাটেরও অধিক শাখা আছে। আর লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা বা অঙ্গ।
( সহিহ বুখারী, হাদিস নং ৯)

এ হাদীস দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম লজ্জা ঈমানদারের বৈশিষ্ট্য । যাদের লজ্জা নেই তারা খুব সহজেই বেহায়াপনা করতে পারে, অশ্লীল কথা বলতে পারে, বড়দের অসম্মান ও বেয়াদবি করতে পারে, প্রকাশ্যে দ্বিধাহীনভাবে গুনাহও করতে পারে । প্রিয় দর্শক লজ্জা যেহেতু ঈমানের শাখা বা অঙ্গ তাই লজ্জার বীজ আমাদের প্রত্যেকের মাঝে বপন করতে হবে ।

(২) নিজের জন্য যা পছন্দ করা হয় তা ভাইয়ের জন্য পছন্দ করা ঈমানের অঙ্গ ।

হজরত আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ ততক্ষণ প্রকৃত মু’মিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে, যা তার নিজের জন্য পছন্দ করে।
(সহিহ বুখারী, হাদিস নং ১৩)

এ হাদীস দ্বারা আমরা বুঝতে পারলাম যে একজন প্রকৃত মুমিন,পছন্দ করার ক্ষেত্রে নিজের জন্য যা পছন্দ করবে তা ভাইয়ের জন্যও পছন্দ করবে । স্বার্থপরের মত ভালো গুলো নিজের মধ্যে রেখে খারাপ গুলো ভাইকে দেবেনা বা কোন জিনিস পছন্দ করার ক্ষেত্রে নিজের জন্য ভালো পছন্দ করে ভাইয়ের জন্য খারাপ পছন্দ করার মতো জঘন্য কাজ করবে না । নিজের আপন ভাই,পাড়া-প্রতিবেশী ভাই, বা ইমানি সম্পর্কের ভাইয়ের সাথে কখনোই ধোঁকাবাজি করবে না ।

(৩) ঈমানের স্বাদঃ

হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ তিনটি গুন যার মধ্যে অবস্থান করবে, সে ঈমানের স্বাদ অনুভব করতে পারবে ।

(১) আল্লাহ ও তার রসূল (ﷺ) যার নিকট অন্য সকল কিছু হতে অধিক প্রিয় হবে ।

(২) কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালবাসবে ।

(৩) কুফরীতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মত অপছন্দ করবে। (ঈমান হারানোর ভয়ে কুফরী কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।
(সহিহ বুখারী, হাদিস নং ১৬)

এই তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সেই ঈমানের স্বাদ অনুভব করতে পারবে ।

এই ছিল আজকের ৩টি হাদিস আশাকরি আপনাদের ভাল লেগেছে ।

আল্লাহতালা যেন আমাকে কি হাদীসগুলির উপর আমল করার তৌফিক দান করেন, আমীন সুম্মা আমীন ।

Spread the love

Leave a Comment