মহিলারা মাথার চুল কাটতে পারবে কি?

মহিলারা মাথার চুল কাটতে পারবে কি?

সাধারণত মহিলাদের কে চুল লম্বা রাখতে হবে হাদিস শরীফ থেকে জানা যায়। উম্মাহাতুল মুমিনীনগণ (রাঃ) চুল লম্বা রাখতেন ।

তাই সকল নারীদের কর্তব্য হলো চুল লম্বা রাখা তবে যদি চুল খুব বেশি লম্বা হয়ে যাই চুলের মাথা ফেটে যায় বাচল খারাপ দেখায় তাহলে প্রয়োজনে মহিলারা চুল কাটতে পারবে । তবে খুব বেশি ছোট করতে পারবে না এবং ঘাড় বরাবর করা যাবেনা তার চাইতে বড় রাখতে হবে ।

ولو حلقت المرأة رأسها فإن فعلت لوجع أصابها لا بأس به، وإن فعلت ذلك تشبها بالرجل فهو مكروه (الفتاوى الهندية، كتاب الحظر والإباحة، الباب العشرون-5\358)

যদি মহিলারা কোন প্রয়োজনে চুল কাটে তাহলে কোন সমস্যা নেই আর যদি পুরুষদের সঙ্গে সাদৃশ্য হয় তাহলে সেটা অপছন্দনীয় ।(ফতোয়ায়ে হিন্দিয়া ৫/৩৫৮)

এবার পড়ুন-

Spread the love

Leave a Comment