ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি ?

ইবাদত করার জন্য সর্বোত্তম দিন

প্রশ্ন:- ইবাদতের জন্য উত্তম দিন কোনটি?

উত্তর নং ১৩৯ঃ- ইবাদতের জন্য সব দিনই উত্তম । তবে আল্লাহ উম্মতে মোহাম্মাদী (সাঃ) এর জন্য কিছু অতি মূল্যবান দিন ও রাত নির্দিষ্ট করে দিয়েছেন। যেই দিন ও রাত গুলোতে ইবাদত করলে অন্য রাত ও দিনের তুলনায় অনেক বেশি নেকি পাওয়া যায়। উদাহারণসরূপ- রমজান মাসের প্রতিটি দিন ও রাত, লাইলাতুল কদরের রাত, জুমার দিন, আশুরার দিন ও রাত, সাবে বারাতের দিন ও রাত, ১১ রবিউল আওয়ালের দিবাগত রাত ও ১২ রবিউল আওয়ালের দিন । ইত্যাদি

ফজিলতপূর্ণ দিন ও রাতে অন্য দিন ও রাতের তুলনায় বেশি বেশি ইবাদত অবশই করা উচিত তবে অন্য দিন ও রাতকে ছোটো মনে করা যাবেনা । বছরের প্রত্যেকটা দিন ও রাত আমাদের জন্য গুরুত্বপূর্ণ তাই নিয়মিত আমাদের ইবাদত করতে হবে ।

শিক্ষামূলক একটি গল্প

একজন বিজ্ঞ ব্যাক্তিকে প্রশ্ন করা হলো যে,
” ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি ?

তিনি উত্তরে বললেন,
” মৃত্যুর আগের দিন “

প্রশ্নকারী হতভম্ব হয়ে বললো,
” মৃত্যুর সময় তো কারো জানা নেই !

বিজ্ঞ ব্যাক্তিটি বললেন,
” তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো “

এবার পড়ুন

Spread the love

Leave a Comment