হৃদয়ের ব্যাধি সারানোর গল্প

হৃদয়ের ব্যাধি সারানোর গল্প

হৃদয়ের ব্যাধি সারানোর গল্প নিজে পড়ুন ও অন্যকে পড়ান । একদা এক ব্যক্তি হজরত সুফিয়ান সাওরী (রহঃ) কে জিজ্ঞেস করলেন, “আমি হৃদয়ের ব্যাধিতে ভুগছি, আমাকে কোনো প্রতিষেধক দিন।” যাতে করে আমি এই রোগ থেকে পরিত্রান পায় ।

সুফিয়ান সাওরী (রহঃ) বললেনঃ তুমি ইখলাসের শেকড়, সবরের পাতা ও বিনম্রতার রস একত্রিত কর, তারপর এগুলোকে তাকওয়ার পাত্রে রাখো। তার পর আল্লাহ-ভীতির জল তার উপর ঢালো এবং অনুশোচনার আগুনে তা গরম কর।

তার পর একে আল্লাহ্‌র সদা উপস্থিতির ব্যাপারে যে সচেতনতা সেটার ছাঁকনি দিয়ে ছেঁকে নাও। (আল্লাহর ভীতি তৈরী কর)

তারপর তা সত্যবাদিতার মুঠি দিয়ে তোলো এবং ক্ষমা ভিক্ষার পেয়ালা দিয়ে পান করো। ধর্মপরায়ণতা দিয়ে এবার অজু করে নাও এবং হিংসে ও লোভ থেকে দূরে থাকো।

আল্লাহ্‌ চান তো তুমি অন্তরের ব্যাধি থেকে মুক্তি পাবে।

গল্পের কথাগুলি মন দিয়ে ভাবলে সত্যি জীবন বদলে যাবে ।

Spread the love

Leave a Comment