কুরবানী গরুর বয়স কিছুদিন কম হলে কি কুরবানী হবে?

কুরবানী গরুর বয়স কিছুদিন কম হলে কি কুরবানী হবে?

কোরবানির গরুর বয়স ২৫ দিন অথবা ৩০ দিন কম হলে কুরবানী বৈধ হবে কিনা.?

উত্তর: না কুরবানী হবে না। পূর্ণ দুই বছর হয়ে তৃতীয় বর্ষে উপনীত হতে হবে। কোরবানির জন্য গরু ও মহিষের বয়স দুই বছর হতে হবে। উটের বয়স পাঁচ বছর হতে হবে। ছাগল ও ভেড়ার বয়স এক বছর হতে হবে। তবে ভেড়ার ক্ষেত্রে ছাড় রয়েছে, যদি ভেড়া এক বছরের কম হয় আর দেখতে এক বছরের মত লাগে তাহলে কোরবানি হবে।

আল্লাহু আলম

Spread the love

Leave a Comment