নেক মানুষের মজলিসে বসুন

সব সময় একজন হক্কানি আলেমের টাচে থাকবেন, তাঁর মজলিসে নিয়মিত অংশগ্রহণ করবেন। বলতে পারেন, ভেজালের এই জামানায় নেক মজলিস পাবো কোথায়? কার কথা শুনে নিজেকে সংশোধন করবো? কীভাবে বুঝবো যে, অমুক মজলিসটি নেক এবং আল্লাহ্ তা’আলার কাছে মাকবুল। এর সমাধানও হাদীসে আছে।

নেক মানুষের মজলিসে বসুন

হযরত ‘আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত- এক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসুলাল্লাহ্! (ﷺ) আমাদের বসার সঙ্গী বা মজলিস হিসেবে কোনটি সবচেয়ে উত্তম? রাছুলুল্লাহ্ (ﷺ) উত্তর দিলেন, যার সাক্ষাৎ তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, যার কথায় তোমাদের ইলম বেড়ে যায় এবং যার আমল তোমাদেরকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়। (মুসনাদ ইবন আব্বাস রাযি. ৬৩৮)

এই তিনটি প্রভাব অনুধাবন করবেন তাঁর মজলিসে নিয়মিত আসা- যাওয়া করবেন। তাঁর কথা শুনবেন। ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করলে আপনার উপর ভালো প্রভাব পড়বে, ইন শা আল্লাহ ।

বেতরের নামাজে দোয়া কুনুত ভূলে গেলে কি করতে হবে?

Spread the love

Leave a Comment