বেতরের নামাজে দোয়া কুনুত ভূলে গেলে কি করতে হবে?

বেতরের নামাজে দোয়া কুনুত ভূলে গেলে করণীয় কি?

বিতর নামাযে দুআয়ে কুনুত পড়া ওয়াজিব। এটি তৃতীয় রাকাতে সূরা ফাতিহা ও সাথে সূরা মিলিয়ে তাকবীর বলে হাত বেঁধে পড়তে হয়।

সুতরাং আপনি যতো তাড়াতাড়ি সম্ভব দুআ কুনূত মুখস্থ করে নিন। আর দুআ কুনূত মুখস্থ করার আগ পর্যন্ত নিম্নোক্ত দুআটি পড়তে পারেন-

رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنْیَا حَسَنَةً وَّ فِی الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ:- “রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান-নার”

যদি এই দোয়াটি ও মুখস্ত না থাকে তাহলে কএক বার বলবেন- أَللّهُمَّ اغْفِرْ لَنَا (আল্লাহুম্মাগ ফিরলানা)

যদি এটাও বলতে না পারেন তাহলে একবার বলবেন, أَسْتَغْفِرُ اللهَ (আস্তাগফিরুল্লাহ)

(ফাতাওয়া হিন্দিয়া ১/১৭০; আলমুহীতুল বুরহানী ২/২৭০; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৪৪; আলবাহরুর রায়েক ২/৪২-৪৩; রদ্দুল মুহতার ২/৭)

অনেক ভাই নতুন নামাজ পড়তে শুরু করেন, তাই প্রয়োজনীয় বিভিন্ন দোয়া মুখস্ত থাকে না, সে ক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়েন । মনে রাখতে হবে ইসলাম মানুষকে সমাধান দেয় । আপনি না জানলেও আপনার জন্য অনেক সুযোগ-সুবিধা রয়েছে । ওলামাদের সঙ্গে পরামর্শ করে, ইবাদতে মনোযোগী হন । আর দ্রুত চেষ্টা করুন প্রয়োজনীয় দোয়া গুলি মুখস্ত করে নেওয়ার ।

আল্লাহতায়ালা যেন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করেন । আমিন সুম্মা আমীন

Spread the love

Leave a Comment