ফজরের দুই রাকাত সুন্নতের ফজিলত

ফজরের দুই রাকাত সুন্নতের ফজিলত

ফজর সুন্নতের গুরুত্বপূর্ণ ফজিলত এর কথা হাদিসের শরিফের মধ্যে বর্ণিত হয়েছে-

১. হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, “ফজরের দুই রাকআত (সুন্নত) পৃথিবী ও তার মধ্যের সকল বস্তু অপেক্ষা উত্তম।” (মুসলিম ৭২৫)

২. হযরত আবু উমামা (রাঃ) হতে বর্ণিতঃ তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, “যে ব্যক্তি ওযু করে, অতঃপর মসজিদে ফজরের (ফরয) নামাযের পূর্বে দুই রাকআত (সুন্নত) নামায পড়ে। অতঃপর বসে (অপেক্ষা ক’রে) ফজরের নামায (জামাআতে) পড়ে, সেই ব্যক্তির সেদিনকার নামায নেক লোকদের নামাযরুপে লিপিবদ্ধ করা হয়। আর তার নাম পরম করুণাময় (আল্লাহর) প্রতিনিধিদলের তালিকাভুক্ত হয়।” (ত্বাবারানীরানী, মু’জাম, সহিহ তারগিব ) সুবহানাল্লাহ

এবার পড়ুন

Spread the love

Leave a Comment