সুরা ফালাক বাংলা Surah falaq bangla

সুরা ফালাক বাংলা উচ্চারন ও অর্থ

সূরা আল-ফালাক কুরআন শরীফের ১১৩ নম্বার সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ৫ টি। সূরা আল-ফালাক মাক্কায় অবতীর্ণ হয়েছে। 

সুরা ফালাক আরবী উচ্চারণ:

قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ
مِن شَرِّ مَا خَلَقَ
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِى ٱلْعُقَدِ
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

সুরা ফালাক বাংলা উচ্চারণ:

(১) কুল আ‘উযু বিরাব্বিল ফালাক,
(২) মিন শাররি মা-খালাক,
(৩) ওয়া মিন শাররি গা-সিকিন ইযা-ওয়াকাব।
(৪) ওয়া মিন শাররিন নাফফা-সা-তি ফিল ‘উকাদ।
(৫) ওয়া মিন শাররি হা-সিদিন ইযা-হাসাদ।

সূরা ফালাক এর বাংলা অর্থ

(১) বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,
(২) তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,
(৩) অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,
(৪) গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে
(৫) এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।

সুরা ওয়াকিয়া তিলায়াতের ফজিলত

সুরা কাহাফের ফজিলত

Spread the love

Leave a Comment