কালেমা শাহাদাত আরবী ও বাংলা

কালেমা শাহাদাত

কালেমা শাহাদাত (Kalema Shahadat) আরবি ও বাংলা উচ্চারণ ও তার অর্থ নিম্নে আলোচনা করা হলো ।

কালেমা শাহাদাত নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা:
কলিমা শাহাদাত (Kalema Shahadat) যাকে আমরা দ্বিতীয় কালেমা নামেও জানি । তাহলে প্রশ্ন জাগতে পারে প্রথম কালেমা কোনটি?

প্রথম কালেমা হল,”লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ” এর আরেক নাম কালেমা তাইয়্যেবা ।

এবার দ্বিতীয় কলেমা যেটাকে আমরা কালেমা শাহাদাত বলি, সেটা হল_

أشْهَدُ أنْ لّآ اِلهَ اِلَّا اللّهُ وَحْدَه لَا شَرِيْكَ لَه، وَ اَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهوَرَسُولُه

কালেমা শাহাদা বাংলা উচ্চারণ:

আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারীকালাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।

আমরা প্রায় দেখে থাকি ইসলাম ধর্ম কেউ গ্রহণ করলে এই কালিমা পড়ানো হয়ে থাকে । এছাড়া প্রথম কালেমা পড়িয়েও ইসলাম ধর্ম গ্রহণ করানো যেতে পারে ।

কালিমা শাহাদাত অর্থ বাংলা অর্থ :

আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। তিনি একজন তাঁর কোন শরীক নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই মুহাম্মদ (সাঃ) আল্লাহর রসূল ও বান্দা।

কালেমা তাইয়াব (প্রথম কালেমা) কালেমা শাহাদাত, বেশি বেশি পাঠ করলে ঈমান মজবুত হয় ।

পৃথিবীর বুকে কিছু ইহুদী-খ্রিশা মৌলভী আছে যারা কালেমার মধ্যে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে । আমাদেরকে সাবধান থাকতে হবে ।

আল্লাহতায়ালা যেন আমাদের ঈমান ও আমলের হেফাজত করেন । আমিন

Read More..

সাইয়িদুল ইস্তিগফার ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দো‘আ

কুরআন সম্পর্কে কিছু প্রশ্নোত্তর-ক্যুইজ

গুনাহ থেকে বেঁচে থাকার শক্তিশালী পরামর্শ

Spread the love

Leave a Comment