মেয়েদের চুল বিক্রি করা কি জায়েয?

মেয়েদের চুল বিক্রি করা কি জায়েয?

অনেক এলাকায় দেখা যায় ফেরীওয়ালারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে মহিলাদের জমানো চুল ক্রয় করে। আর মহিলারাও অজ্ঞতাবশতো চুল বিক্রি করেন।

মানুষের শরীর ও তার অংশবিশেষ কোনো ব্যবসায়িক পণ্য নয়। এটি তার মালিকানাতেও নয়। কাজেই মানুষের কোন অঙ্গ-প্রত্যঙ্গ বা এর কোনো অংশ বিক্রি করা বা তা দিয়ে ব্যবসা করা সম্পূর্ণ নাজায়েজ ও হারাম।

মানুষকে যেমন আল্লাহ্ তা’আলা সম্মানিত বানিয়েছেন তেমনিভাবে মানুষের সকল অঙ্গ-প্রত্যঙ্গ এমনকি চুল, নখ ইত্যাদি কর্তিত অংশও সম্মানিত। এগুলো বিক্রয়যোগ্য কোন বস্তু নয়। সুতরাং এগুলো বিক্রি করা যাবে না। সম্ভব হলে নির্জন কোন জায়গাতে ফেলে দিন অথবা দাফন করে দিন।

দুররে মুহতার ফাতাওয়ার কিতাবের মধ্যে রয়েছে,

– وَكَذَا بَيْعُ كُلِّ مَا انْفَصَلَ عَنْ الْآدَمِيِّ كَشَعْرٍ وَظُفْرٍ لِأَنَّهُ جُزْءُ الْآدَمِيِّ، وَلِذَا وَجَبَ دَفْنُهُ كَمَا فِي التُّمُرْتَاشِيِّ وَغَيْرِهِ

অর্থাৎ:- এমনি ভাবে মানুষের শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া প্রত্যেকটা জিনিস দাফন করে দেওয়া ওয়াজিব।

মানুষ সম্মানিত প্রাণী। কোনো পণ্য নয়। তাই মানুষের কোনো অঙ্গ বা কর্তিত অংশকে ব্যবসায়িক পণ্য হিসিবে ক্রয়বিক্রয় করা সম্পূর্ণ হারাম। তাই মানুষের চুল, নখ ইত্যাদির ব্যবসা করা জায়েজ নয়।

মেয়েদের চুল কেটে ছোট করার বিধান কী?

মনের ভিতর শয়তানের কুমন্ত্রণা আসলে কি ঈমান চলে যাবে?

মুসলিমরা কি পূজো দেখতে যেতে পারে?

Spread the love

Leave a Comment